teletalk emergency balance 2020
দিন অথবা রাত যেকোন সময় ইমারজেন্সি ব্যালেন্স পেতে টেলিটক ব্যবহারকারীগণ ডায়াল করুন *১১২২# এবং বেছে নিন ১০, ২০, ৩০ কিংবা ৫০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স অথবা এসএমএস অপশনে গিয়ে “Loan” লিখে পাঠিয়ে দিন ১১২২ নম্বরে ( চার্জ ফ্রি )। আপনার পাশে টেলিটক আছে সবখানে, সবসময়।

শর্তাবলীঃ

-১০ টাকা ইমার্জেন্সি লোনে কোনো সার্ভিস ফী (এসডি, ভ্যাট ও এসসি) প্রযোজ্য হবে না |

-১২ টাকা লোন নিতে ডায়াল করুন *১১২২*১২# অথবা ১২ লিখে এসএমএস পাঠিয়ে দিন ১১২২ নম্বরে, ১২ টাকা লোনে সর্বমোট ১ টাকা ৫৩ পয়সা যুক্ত হবে (১ টাকা ২ পয়সা সার্ভিস ফী + ৩৩ পয়সা ভ্যাট, এসসি ও এসডি )

- ২০ টাকা লোন নিতে ডায়াল করুন *১১২২*২০# অথবা ২০ লিখে এসএমএস পাঠিয়ে দিন ১১২২ নম্বরে, ২০ টাকা লোনে সর্বমোট ২ টাকা ৫৫ পয়সা যুক্ত হবে (২ টাকা সার্ভিস ফী + ৫৫ পয়সা ভ্যাট, এসসি ও এসডি )

-৩০ টাকা লোন নিতে ডায়াল করুন *১১২২*৩০# অথবা ৩০ লিখে এসএমএস পাঠিয়ে দিন ১১২২ নম্বরে, ৩০ টাকা লোনে সর্বমোট ৩ টাকা ৮৩ পয়সা যুক্ত হবে (৩ টাকা সার্ভিস ফী + ৮৩ পয়সা ভ্যাট, এসসি ও এসডি )

-৫০ টাকা লোন নিতে ডায়াল করুন *১১২২*৫০# অথবা ৫০ লিখে এসএমএস পাঠিয়ে দিন ১১২২ নম্বরে, ৫০ টাকা লোনে সর্বমোট ৬ টাকা ৩৮ পয়সা যুক্ত হবে (৫ টাকা সার্ভিস ফী + ১ টাকা ৩৮ পয়সা ভ্যাট, এসসি ও এসডি )

-ইমারজেন্সি ব্যালেন্স, রিচার্জের পর অটোমেটিক কেটে নেয়া হবে।

-প্রতিমাসে ক্রেডিট ব্যবহারের উপর নির্ভর করে গ্রাহকের সর্বোচ্চ ইমারজেন্সি ব্যালেন্স লিমিট পরিবর্তিত হবে।

- গ্রাহকের ব্যালান্স জিরো অথবা অপর্যাপ্ত হলে ইমার্জেন্সি ব্যালান্স নেয়া যাবে |
জরুরী যেকোন মুহূর্তে টেলিটক সার্ভিস সংক্রান্ত যে কোন তথ্য জানতে ডায়াল করুন ১২১ নম্বরে। ২৪ ঘন্টা আপনার যেকোন প্রয়োজনে সাথেই আছি।


আরো নতুন নতুন সিম অফার, টিপস ও নিউজ পেতে সাথেই থাকুন।
ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে সাইট শেয়ার করুন ।

Post a Comment

Previous Post Next Post