আল্লাহ তায়ালার ১০টি আদেশ কি কি জেনে নিন
Find out what are the 10 commands of Allah Tayala
![]() |
Find out what are the 10 commands of Allah Tayala |
![]() |
আল্লাহ তায়ালার ১০টি আদেশ কি কি জেনে নিন |
১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না।
[সূরা বাকারা ২:৪২]
২। নিজে ভালো কাজ করার পর তা অন্যদের করতে বলো।
[সূরা বাকারা ২:৪৪]
৩। পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না।
[সূরা
বাকারা ২:৬০]
৪। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। [সূরা বাকারা ২:১৭৭]
৫। সুদ খেও না।
[সূরা বাকারা ২:২৭৫]
৬। ঋণের বিষয় লিখে রাখো। [সূরা বাকারা ২:২৮২]
৭। আমানত রক্ষা করো।
[সূরা বাকারা ২:২৮৩]
৮। গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো
না।
[সূরা বাকারা ২:২৮৩]
৯। তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ো না।
[সূরা
আল-ইমরান ৩:১০৩]
১০। রূঢ় ভাষা ব্যবহার করো না।
[সূরা আল-ইমরান ৩:১৫৯
মহান আল্লাহ তা' আলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক।
আল্লহুম্মা আমীন।
আরো নতুন নতুন সিম অফার, টিপস ও নিউজ পেতে সাথেই থাকুন।
ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে সাইট শেয়ার করুন ।
Post a Comment