আসসালামু অলাইকুম। আমি জানি আপনারা সবাই ভালোই আছেন।
আজকের কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি আগেই বুঝছেন।
গুগোল ড্রাইভের স্টোরেজ আনলিমিটেড করে নিন ১০০% গিরান্টি
এটি একটি অতি সহজ ট্রিকস। আপনারা অনেকেই হয়তো বা জানেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা শুধু তাদের জন্য যেন তারা এই পেজে নানা চটকদার বিজ্ঞাপনের প্রতারিত না হয়। তো চলুন শুরু করা যাক
প্রথমে নিচের লিঙ্ক থেকে উক্ত সাইটে যাবেন ।
![]() |
গুগোল ড্রাইভের স্টোরেজ আনলিমিটেড |
তারপর যথাস্থানে আপনি ড্রাইভের নাম কি দিতে চান। তা দিবেন। কোন ড্রাইভ এ শেয়ার ড্রাইভটি যুক্ত করতে চান সেই মেইলটি দিবেন । এরপর যেকোনো একটি ডোমেইন সিলেক্ট করুন।কাজ শেষ।
এবার ক্যাপচা পুরন করুনঃ আর GET বাটন টিতে ক্লিক করে দিন। ব্যাস এবার আপনার গুগল ড্রাইভে গিয়ে চেক করুন দেখতে পাবেন একটি শেয়ার ড্রাইভ যুক্ত হয়ে গেছে ও দেখুন আপনার জায়গা অনেক বেড়ে গেছে।

ট্যাগঃ গুগোল ড্রাইভ ডিলিটেড,গুগল ড্রাইভে ১৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোর করা যায়,গুগল ড্রাইভ কি নিরাপদ,গুগল ড্রাইভ,গুগল ড্রাইভ এ কিভাবে পাসওয়ার্ড দিব,গুগোল ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন,গুগোল ড্রাইভ ব্যবহার করার নিয়ম,গুগল ড্রাইভ থেকে কিভাবে ফটো আপলোড করবেন,গুগোল ড্রাইভ এ কিভাবে ভিডিও আপলোড করবেন,গুগল ড্রাইভের লিংক কিভাবে কপি করে শেয়ার করবেন,গুগল ড্রাইভের লিংক কিভাবে শেয়ার করবেন
Post a Comment