Postpaid from Grameenphone SIM prepaid is very easy
আসসালামু অলাইকুম। আমি জানি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আবারো নতুন কিছু নিয়ে চলে আসলাম।
প্রিপেইড সিমে আগে টাকা তুলতে হয় তারপর কথা বলা যায়, টাকা না থাকলে কল যায় না ৷
অন্যদিকে পোস্ট পেইড সিমে টাকা তুলতে হয় না এটা মাসিক ভাবে পরিশোধ করতে হয়ে ৷ উদারণ: ডিস বিল, গ্যাস বিল দেওয়া হয় তেমনি ৷
এখানে তিন মাস প্রযুন্ত টাকা না তুললেও কথা বলতে পারবেন ৷ তারপর টাকা পরিশোধ না করলে সিম ডিএক্টিভিট করে দিবে ৷ সুতরাং টাকা পরিশোধ করতেই হবে ৷
আপনার লাভ কি জেনে নিনঃ
প্রতি মাসে MB ও sms free পাবেন এবং ৫৮ পয়সা মিনিট কথা বলতে পারবেন ৷প্রতি জিবি নেটে ২০% ছাড় পাবেন ৷আরো অনেক নতুন নতুন ওফার পাবেন ৷
কিভাবে করবেন পোস্তপেইড সিমঃ
প্রথমেই আমরা মাই জিপি থেকে পোস্ট পেইড করবোঃ
তাই মাই জিপি ইস্টল করে একাউন্ট করে ওপেন করুন।

এইবার মাই প্লান এ ক্লিক করুন।


এইবার প্যাকেজ ডিটেইলস এ ক্লিক করুন আর দেখু কি কি অফার পাবেন ও কত টাকা লাগবে।

নিচের ছবির মত দেখুন।

উপরের ছবির মত কাজ করুন ১০০% কাজ হবে। যদি কেও না বুঝে থাকেন থাহলে কমেন্ট করুন।
আরো নতুন নতুন সিম অফার, টিপস ও নিউজ পেতে সাথেই থাকুন।
ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে সাইট শেয়ার করুন ।
Post a Comment