New Year Teletalk Close SIM Offer 2021 টেলিটক বন্ধ সংযোগে আকর্ষণীয় সব অফার
আসসালামু অলাইকুম। আজকে আবারো নতুন অফার নিয়ে চলে আসলাম।
নতুন বছরে, বন্ধ টেলিটক সংযোগে যেকোনো পরিমাণ (১০ টাকা বা তার বেশী)
রিচার্জ করে *111*2020# ডায়াল করলেই পাচ্ছেন আকর্ষণীয় সব অফার!
- বন্ধ সিম চালু করলেই পাচ্ছেন ২ জিবি ডাটা একদম ফ্রি!
- সাথে থাকছে ৪৫ পয়সা/ মিনিট কলরেট
(মেয়াদ ৯০ দিন)
আরো আছে স্পেশাল ডাটা অফার!
মাত্র ২১ টাকায় পাচ্ছেন ১ জিবি (মেয়াদ ৩০ দিন)
অফারটি পেতে ডায়াল করুন *১১১*২১#
বন্ধ সিমের গ্রাহকরা যেকোনো পরিমাণ টাকা (১০ বা তার অধিক) রিচার্জ করে *১১১*২০২০# ডায়াল করলেই পাচ্ছেন আকর্ষণীয় অফারঃ
- ২ জিবি ডাটা (মেয়াদ ৭ দিন) এবং
- ৪৫ পয়সা/ মিনিট কলরেট সুবিধা ( ৯০ দিনের জন্য)
স্পেসাল কম্বো অফারঃ-
- ৪ জিবি ডাটা ও ৪০ মিনিট @৪৩ টাকা (মেয়াদ ৭ দিন); যত খুশি ততবার এই অফার নিতে পারবেন। অফার পেতে ডায়াল করুন *১১১*৪৩# এই নাম্বারে।
- ৫ জিবি ডাটা ও ১০০ মিনিট @১০৯ টাকা (মেয়াদ ৩০ দিন) ) যত খুশি ততবার নিতে পারবেন।অফার পেতে ডায়াল করুন *১১১*১০৯# এই নাম্বারে।
এছাড়াও ২৩ টাকা রিচার্জ অথবা *১১১*২৩# ডায়াল করলে পাবেনঃ- ফ্রি ২৩ মিনিট (অননেট), ২৩ এসএমএস (অননেট) এবং ৩০ এমবি ডাটা (মেয়াদ ৩ দিন)। ২৩ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে (যার মেয়াদ রিচার্জের তারিখ হতে ১০ দিন) ।
আপনার সকল প্রিপেইড সিম বিগত ৯০ দিনে যাদের কোন ব্যবহার নেই তারাই কেবল বন্ধ সিম অফারের আওতাভুক্ত হবেন। আপনার সিমটি বন্ধ সিম অফারের আওতাভুক্ত কিনা তা জানতে যেকোনো টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কাঙ্খিত নম্বরটি লিখে ১১২-তে এসএমএস করতে হবে ফ্রিতে। এস এম এস করলে টাকা কাটবে না।টেলিটকের আরো কিছু নতুন অফার নিচ থেকে দেখে নিনঃ
আরো নতুন অফার পেতে সাথেই থাকুন।
0 Comments