আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
এই প্রযুক্তির যুগে একটি অভিধান বা Dictionary রাখা খুবই জরুরি।গুগল প্লেস্টরে ডিকশোনারি সার্চ দিলে অভাব নেই।কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা সেটা খুজে পাওয়াই আসল বিষয়।
আজকে আমি আপনাদের জন্য এমনি একটি এপ নিয়ে এসেছি ডিকশোনারির, যা দিয়ে আপনি একই সাথে English to Bangla এবং Bangla to English translate করতে পারবেন।
চলুন এপটির কিছু ফিচার জেনে আসা যাক।
App name : Bangla dictionary
App size:20 mb
• English To Bangla, Bangla to English
• No internet connection required
• Search From Web
• Search by Sharing
• Auto Suggestion
• Pronounce & Voice Search
• Antonyms (Opposite words)
• Synonyms
• Backup and Restore
• History & Study Plan
• Word Game
• Share Words
• Copy Words
এবার এর কিছু কাজ জানা যাক।
এপটিতে ঢোকার পর:
দেখুন নিচে কিবোর্ড চলে এসেছে।এবার যেকোনো একটি বাংলা বা ইংরেজী শব্দ লিখে সার্চ করুন।যেমন আমি chair লিখলাম:
দেখুন শব্দের সার্চ বক্সের নিচে অনেক সাজেশন এসেছে।এখান থেকে আপনি কাংখিত শব্দটি খুজে ক্লিক করুন। এভাবে এই এপ এ শব্দের কয়েকটা বর্ণ লিখলেও পুরো শব্দটি সাজেশনে এসে যাবে।এটাই এর বিশেষ সুবিধা।
সার্চ দেয়ার পর:
দেখুন শব্দের বাংলা অর্থ চলে এসেছে।সাথে নিচে ওই ইংরেজী শব্দটির similar word ও চলে এসেছে।এভাবে আপনি শব্দের অর্থ জানতে পারবেন এবং সাথে এর সমার্থক বা similar word ও জানতে পারবেন।
এখান থেকে আপনি শব্দের উচ্চারণ জেনে নিতে পারবেন।
আর এখান থেকে শব্দটি কপি করতে পারবেন।
এখান থেকে শব্দ স্ক্যান করে তার ইংরেজী বাংলা অর্থ জানতে পারবেন।ক্লিক করার সাথে সাথে ক্যামেরা চালু হয়ে যাবে।এরপর কাংখিত শব্দের ছবি তুলে তার অর্থ ও বিস্তারিত জানতে পারবেন।যেমন:
দেখুন উপরে স্ক্যান করে শব্দের অর্থ চলে এসেছে।চাইলে আপনি ওই অর্থের উচ্চারণ শুনে নিতে পারবেন ডান পাশের ওই স্পিকার অপশনে ক্লিক করে।এছাড়া কপি ও করতে পারবেন স্পিকার অপশনের নিচের অপশনে ক্লিক করে।
এছাড়া আপনি নিচের Gallery অপশন থেকে ছবি নিয়েও নির্দিষ্ট শব্দের অর্থ জানতে পারবেন।আর details এ ক্লিক করে শব্দটির অর্থের আরো বিস্তারিত জানতে পারবেন।
এবার আমরা একটি বাংলা শব্দের ইংরেজী জানবো।এরজন্য কিছুই না,শুধু এপে ঢুকে বাংলা শব্দটি টাইপ করতে হবে।
এবার একই নিয়মে :
দেখুন শব্দের অর্থ,সমার্থক শব্দ।অর্থের সমার্থক শব্দ সব চলে এসেছে।
এবার ডাউনলোড করার পালা।
এখানে ক্লিক করে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন
তো আজকে এই পর্যন্ত।ইনশা আল্লাহ এই এপ এর আরো সুযোগ সুবিধা নিয়ে হাজির হবো অন্য কোনো রিভিউ তে।
0 Comments