Best Quran Mazid App With Bangla Translate Part-1 সবচেয়ে সেরা কুরআন মাজিদ এপ নিয়ে নিন বাংলা অনুবাদ সহ![পর্ব ১]

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের জন্য একটি কুরআন মাজীদ এপ নিয়ে এসেছি,যা অনেক ফিচার সমৃদ্ধ এবং এতে রয়েছে আরবী শেখার বই ও।

এর অনেক গুলো ফিচার আছে।যা সব এক পোস্টে দেখানো সম্ভব না।তাই পর্ব আকারে লিখব ইনশা আল্লাহ।আজকে পর্ব ১ নিয়ে হাজির হলাম।

তাফসির এবং বাংলা উচ্চারণ ও অর্থ সহ পরিষ্কার আরবি ফন্টে সম্পূর্ণ আল কুরআন অ্যাপস। প্লাস আয়াতুল কুরসি (অডিও সহ), সূরা হাশরের শেষ তিন আয়াত (অডিও সহ), তওবা ও এস্তেগফার (অডিও সহ),  আসমাউল হুসনা (আল্লাহর ৯৯ নাম), দোয়া ইউনুস, এসমে আযম ইত্যাদি সব কিছু ই একটা অ্যাপ এ । রয়েছে বুক মার্ক অপশন, কপি ও শেয়ার অপশন, সুন্দর ইউজার ইন্টারফেস, বাঙালি ইউজার দের জন্য একটি প্রয়োজনীয় অ্যাপ। 

এপ এ প্রবেশ করার পর:এবার:

দেখুন সব সূরা চলে এসেছে।

এভাবে নিচে ১১৪ তা সূরার সব পাবেন।সূরার নামের সাথে এর বাংলা অর্থ,Details,উচ্চারণ,আরবি দেয়া আছে।

এবার আর কিছু ফিচার দেখা যাক।

মনে করুন আমরা সূরা ফাতিহা-এ ক্লিক করলাম:দেখুন চলে এসেছে। তাও আরবি, উচ্চারণ ও অনুবাদ সহ।

এবার আমরা কোনো আয়াতের তাফসির জানব।এর জন্য আমাদের যেকোনো আয়াতের উপরে ক্লিক করতে হবে।যেমন:এবার তাফসীর ক্লিক করুন।ক্লিক করার পর:দেখুন তাফসীর চলে এসেছে।আরো তাফসির জানতে :দেখুন ৪ টি তাফসির চলে এসেছে।এখান থেকে আপনি যার তাফসীর জানতে চান জানতে পারবেন।

আর আয়াতের ওডিও শুনতে চাইলে:


Play Audio তে ক্লিক করুন।যদি আপনি অনলাইনে থাকেন তবে আয়াতের ওডিও শুনতে পারবেন।

আর বুকমার্ক থেকে আপনি লাস্ট কোন আহাত পড়েছিলেন তা সেট করে রাখতে পারবেন।কপি অপশন থেকে আয়াত কপি করতে পারবেন।

তো আজকের পর্ব এ পর্যন্তই।ইনশা আল্লাহ আগামী পর্ব নিয়ে শীঘ্রই হাজির হবো।

এপ ডাউনলোড লিংক: Google Play Store

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।Post a Comment

0 Comments