আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ও মহান আল্লাহর রহমতে ভালো আছি।
মেয়েদের সৌন্দর্যের অন্যতম প্রতীক হলো চুল। মেয়েরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কতো রকমই না হেয়ার কাট দেয় চুলে। অনেক মেয়েরা আছে যারা চুলে বিভিন্ন ধরনের কালার করে।
চুল নিয়ে তাদের ফ্যাশনের শেষ নেই।তার মধ্যে লম্বা, ঘন কালো চুল সবার ই ভালো লাগে। কিন্তু বর্তমান সময়ে ৮০% চুল পরা সমস্যায় ভুগছে। মেয়েদের পাশাপাশি ছেলেদের ও চুল পড়া সমস্যা বিদ্যমান বর্তমান সময়ে।
মেয়েরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘন ঘন পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্যামিকেল ব্যবহার করে । এতে করে চুলের উপর মারাত্মক প্রভাব পরে।যার ফলে চুল পড়া,চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়।
এখন চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদের মাঝে চুল পরা সমস্যার সমাধান করার জন্য একটি সম্পুর্ন ঘরোয়া ও প্রাকৃতিক টিপস নিয়ে এসেছি।এটি শুধু আপনার চুল পড়াই বন্ধ করবে না, সাথে সাথে আপনার চুলকে আগের থেকে ১২/১৫ সেন্টিমিটার লম্বা ও কোমল করে তুলবে।
এটি ১ মাস ব্যবহার করলে আপনাদের ১০০% চুল পরা সমস্যা দূর হবে ইনশাআল্লাহ।
উপকরনঃ এ্যালোভেরা,পিয়াজ,নিমপাতা, তেল,মেথি।
- প্রথমে ২/৩ টে এ্যালোভেরা পাতা ছাল ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে।
- তারপর বড় দেখে ২ টো পিয়াজ ফালি ফালি কেটে নিতে হবে।
- ৫/৬ টা নিমের পাতা নিতে হবে।
- আপনারা চুলে দেওয়ার জন্য যে তেল ব্যবহার করেন সেটা হলেই হবে। একটু বেশি পরিমাণে তেল নিতে হবে। যাতে আপনি ১ মাস ব্যবহার করতে পারেন।
- ২/৩ চামচ মেথি দানা নিতে হবে।
প্রথমে চুলায় একটি কড়াই দিন। চুলার আগুন মিডিয়াম আচে রাখতে হবে। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিন।
সবগুলো উপকরণ কড়াইয়ে দিয়ে ৫/৬ মিনিট নাড়াচাড়া করুন। খেয়াল করতে হবে সব উপকরণ গুলো যেন ভাজা ভাজা না হয়।
চুলা থেকে কড়াই নামিয়ে ছাকনি দিয়ে ছেকে নিয়ে একটা পাএে তেল সংরহ্মন করুন। তবে তেল টা দীর্ঘ দিন ভালো রাখার জন্য ফ্রিজে সংরহ্মন করতে হবে। সপ্তাহে ২ দিন রাতে ব্যবহার করে সকালে শ্যম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
এভাবে ১ মাস ব্যবহার করলে নিশ্চিত আপনার ১০০% চুল পড়া বন্ধ হবে।
তো আজকে এই পর্যন্তই।
0 Comments