আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
আমি আজকে আপনাদের জন্য পিসির এক ভিন্নধর্মী সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি।যা কোনো প্রকার প্রোসেসিং ছাড়াই সেকেন্ডের মধ্যে সার্চ রেজাল্ট দেখাতে সক্ষম।
চলুন সফটওয়্যারটি ডাউনলোড প্রক্রিয়া দেখে নেয়া যাক।
প্রথমে এই লিংকে ক্লিক করে প্রবেশ করুন।
এবার আপনি আপনার প্রয়োজনমতো ফরম্যাটে ক্লিক করে ডাউনলোড করে নিন। ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।এবার সফটওয়ার টি ইনস্টল করে নিন।ইনস্টল করার প্রক্রিয়াঃ
এবার Ok তে ক্লিক করুন।
এবার I Agree তে ক্লিক করুন।
এবার Next এ ক্লিক করুন।
এরপরঃ
Install এ ক্লিক করুন।
এরপরঃ
দেখুন ইনস্টল হচ্ছে।এবারঃ
শেষ ইনস্টল দেয়া।এবার সফটওয়ার টি রান করার পালা।
দেখুন সফটওয়্যার টি ওপেন হয়েছে।
এবার উপরের বক্সে কিছু সার্চ দিলেই সঙ্গে সঙ্গে আপনার সার্চ রেজাল্ট চলে আসবে তাও কোনো অপেক্ষা ছাড়াই।একদম সঙ্গে সঙ্গে।সেকেন্ডের মধ্যে।
যেমন আমি সার্চ দিলাম Endgame লিখে।
দেখুন সাথে সাথে পুরো কম্পিউটারের কোন জায়গায় Endgame রিনেইমের ফাইল আছে তা চলে এসেছে।
এভাবে আপনি কম র্যাম কিংবা কম কনফিগারেশন এর পিসিতেও সুপার ফাস্ট স্পীডে সার্চ রেজাল্ট পেতে পারেন।
Post a Comment