আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভাল আছি।
আজকে আমি সেরা ৫ বাংলাদেশি মুভি রিভিউ নিয়ে এসেছি আপনাদের জন্য।সচরাচর বাংলাদেশের মুভির মান অতটা ভালো নয়।সস্তা ডায়লগ আর সিনেমাটোগ্রাফি দিয়ে পরাপরই বাংলাদেশ ফ্লপ মুভি বানিয়ে যাচ্ছে, যা সিনেমা হলে মুক্তি পেলেও imdb তে জায়গা করে নিতে পারেনি।
তবুও এদেশের কিছু সিনেমা নিয়ে ভাবা মানুষ বরাবরের মতোই কিছু ভাল মুভি উপহার দিয়ে চলছে বাংলাদেশ কে।আজকে এমনই ৫ টি বাংলাদেশি মুভির লিস্ট ও হালকা রিভিউ নিয়ে এসেছি।তো চলুন শুরু করা যাক।
1.Janowar: The Tragic Truth
Imdb: 8.1/10
Personal:10/10
Cast- Taskeen Rahman, Rashed Mamun Apu and others.
এক নির্মম সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে মুভিটি। রাতে দেখেছি, এখনো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, ছোট্ট হাওয়াবিন আর তার মা, আপু ও ভাইটার আর্তনাদ কানে ভাসছে। আসলে, অনেকদিন পর একটা সিনেমা আমাকে এতটা প্রভাবিত করেছে, তাও আবার বাংলাদেশী কন্টেন্ট! সবার অভিনয় এতই দূর্দান্ত ছিল যে মনে হচ্ছিল আসল ঘটনাটাই দেখছি। মুভির শেষে যখন ভিক্টিমদের আসল ছবিগুলো দেখলাম, তখন অন্তরে কান্না শুরু হয়ে গেল। আসলে আমি অনেক নরম হৃদয়ের মানুষ, এজন্য এত নির্মম একটা উপস্থাপনাকে একদমই সহ্য করতে পারিনি। কী হিংস্র, নির্মমভাবে উপস্থাপন করেছেন পরিচালক রায়হান রাফি!মুভি শেষ করে যখুনি ঘুমোনোর জন্য চোখের পাতা বন্ধ করি, তখুনি ভেসে ওঠে তাদের ছবি। আহ! মুভিটাই যতি এত নির্মম হয়, বাস্তবে তারা কতটুকু নির্মমতার শিকার হয়েছিল! এটা ভেবেই ঘুম আসছিল না। যাইহোক, মানুষরূপি এই জানোয়ারদের কিছুদিনের মধ্যেই ধরে ফেলে পুলিশ। কিন্তু ধরলে কী হবে! এইযে গেলো চারটা প্রাণ, একটা পরিবার, কত স্বপ্ন, কত ভালোবাসায় ঘেরা সংসার, সেটা কি ফিরে পাওয়া যাবে? তবুও তো, আর কোনো পরিবারের সাথে এধরণের জানোয়াররা যাতে এরকম কিছু না করতে পারে, সেজন্য আমাদের সবাইকেই সচেতন হতে হবে, অনেক অনেক সচেতন হতে হবে। আবারো পরিচালক রায়হান রাফি আর সকল অভিনয়শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপস্থাপনার জন্য। সত্যিই গর্ব হচ্ছে, আমাদের দেশেও এখন দারুণ মানের সিনেমা তৈরী হচ্ছে। এই মুভি দেখে শুধু কষ্টই পাইনি, সচেতনও হয়েছি। যারা এখনো দেখেননি, তারা এখুনি এই অসাধারণ বাংলাদেশী ওয়েব ফিল্মটি দেখে ফেলুন। প্লে স্টোরে গিয়ে Cinematic App টি নামিয়ে মাত্র ২ টাকা দিয়ে সাবস্ক্রিপশন করুন, আর দেখে ফেলুন চমৎকার এই ফিল্মটি! আপনিও আমার মতো ফিল্মটি দেখে কষ্টও পাবেন, আবার সচেতনও হবেন।
2.Aynabaji
Genre:Thriller
IMDB Rating:9.1
Personal Rating:9.5
Cast: Chonchol Chowdhury etc
বাংলাদেশের তৈরি করা মাস্টারপিস মুভি গুলোর মধ্যে আয়নাবাজি অন্যতম মুভিটা দেখার পর এখনো মাথা ঘুরছে এ কি মুভি দেখলাম!আমি মুভিটার রেটিং হাজার দিলেও কম হয়ে যাবে। কিছু কিছু মুভি আছে সেগুলোর রিভিউ দিয়ে শেষ করা যায় না বাংলাদেশের কোন মুভি হিসেবে আইএমডিবি টপ লিস্টে থাকার মতো মুভি আয়নাবাজি।বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এত সাসপেন্স শহর সহ মুভি আগে তৈরি হয়েছে কিনা আমার জানা নেই ।মুভি মেকিং গল্প স্টরি টেলিং অভিনয় ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার গ্রেডিং ডিরেকশন সিনেমাটোগ্রাফি সবকিছুই অসাধারণ লেগেছে।এই সবকিছুর কমপ্লিট প্যাকেজ হচ্ছে আয়নাবাজি।চঞ্চল চৌধুরী তাঁর অসাধারণ অভিনয় দিয়ে মুভিটা আরো মনমুগ্ধকর করে তুলেছে একসাথে এত চরিত্রে নিখুঁতভাবে অভিনয় করা এরকম অসম্ভব ব্যাপার কে চঞ্চল চৌধুরী খুব সহজেই উপস্থাপন করেছেন।অমিতাভ রেজা চৌধুরী তাকে নিয়ে কিছুই বলার নেই ।এরকম মাস্টারপিস বানানোর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া ছাড়া আর কি বা বলার থাকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে উচ্চপর্যায়ে নেওয়ার জন্য এরকম পরিচালক এই আমাদের দরকার।এই মুভি শুধু চোখ দিয়ে দেখলে হবে না মন দিয়ে বুঝতে হবে তার সাথে ব্রেইন খাটাতে হবে।আয়নাবাজি মুভি কেন এত সফলতা পেয়েছিল?এর কারণ মুভি স্টোরি যেমন ভাল ছিল, তেমনি মুভির সাথে কিছু মেসেজ দেওয়া হয়েছিল এছাড়া ছোটখাটো অনেক মেসেজ দেওয়া হয়েছে যেমন একজন সচেতন নাগরিকের দায়িত্ব পুলিশের দায়িত্ব সাংবাদিকের দায়িত্ব ইত্যাদি।মুভিতে ঢাকা শহরকে যত পজেটিভ ভাবে দেখানো হয়েছে এরকম কেউ আগে পেরেছে এবং ভবিষ্যতে পারবে বলে মনে হয় না ।মুভির গল্প নিয়ে কিছু বলছে না কারণ বলার প্রয়োজন হচ্ছে না । সরাসরি ডাউনলোড করে মুভিটা দেখে নেন, দৃষ্টিভঙ্গি আপনাদের উপর ছেড়ে দিলাম।বাংলাদেশের মুভি বলে ছোট করে দেখার কিছু নেই হয়তো এটা হলিউড লেভেলের মুভি না কিন্তু মুভিতে যে পরিমাণ সাসপেন্স আছে সেটা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না ।
3.Daruchini Dwip
Genre : Comedy,Drama, Romance
Cast: Riaj,Mosharraf karim,Emon etc.
IMDb : 7.8/10
Mine : 10/10
" মন চায় মন চায়
যেখানে চোখ যায়
সেখানে যাব হারিয়ে "
মনে আছে গান টা ? নিশ্চয়ই মনে আছে । আগে কোন টুরে গেলে এই গান ছাড়া যেন টুরই জমতো না । যেমনি সুন্দর গানের কথা , তেমনি সুন্দর ভোকাল । হ্যা , ঠিক ধরেছেন , দারুচিনি দ্বীপ মুভির অসাধারণ গানটির কথাই বলছি । এই গানটার মতোই মুভিটাও এক কথায় অসাধারণ । নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি মুভি এটি।যেমন ইউনিক গল্প , তেমনি অসাধারণ অভিনয়। তবে গল্পটা ঠিক যেন চেনা একটা গল্প , আমাদের আশেপাশের ই গল্প যেন বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন নির্মাতা তৌকির আহমেদ । মুভি দেখতে দেখতে কখনো হাসবেন , কখনো খুব রাগ হবে , কখনো খুব করে ভালোবাসতে ইচ্ছে করবে , তো কখনো চোখ ভিজে আসবে । এক কথায় হৃদয় ছোঁয়া ।শুভ্র (রিয়াজ) আর তার বন্ধুরা ঠিক করে তারা একসাথে দূরে কোথাও ঘুরতে যাবে । একেক জন একেক জায়গার কথা বলে । সব শেষে ঠিক হয় তারা দারুচিনি দ্বীপ মানে সেইন্ট মার্টিন যাবে । তারা মোটামুটি খরচ থেকে শুরু করে যাওয়ার সব পরিকল্পনা করে ফেলে , এমনকি টুরের থিম সং ও ঠিক হয়ে যায় । তো এর পরেই একে একে ঝামেলার শুরু । কোন বন্ধুর টাকার সমস্যা , তো কারো ফ্যামিলি একা ছাড়বে না , তো কারো বিয়ে ঠিক হয়ে আছে । সব মিলিয়ে অনিশ্চিত এক টুর । শেষ পর্যন্ত কি তারা যেতে পেরেছিল স্বপ্নের দারুচিনি দ্বীপে ? জানতে হলে দেখতেই হবে অসাধারণ মুভিটি ।অভিনয়ের কথায় আসলে বলতে হয় , সবাই অসাধারণ অভিনয় করেছে । এই মুভিতে রয়েছে এক ঝাঁক তারকার উপস্থিতি । লাক্স তারকা থেকে শুরু করে কে নেই । রিয়াজ , ইমন , মোশাররফ করিম , চ্যালেঞ্জার , মম , বিন্দু সবাই আছে মুভিতে । সব মিলিয়ে জমজমাট এক মুভি । তৌকির আহমেদ ডিরেক্টর হিসেবে মুনশিয়ানা দেখিয়েছেন । সব মিলিয়ে ২ ঘন্টা ১০ মিনিটের উপভোগ্য এক মুভি ।
0 Comments