Unknown True Facts Part 1অজানা সত্য কথা [পর্ব ১]

 আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি। 


পৃথিবীতে যুগে যুগে অনেক ঘটনাই ঘটে যাচ্ছে। তার কতোটুকুই আমরা জানি বা মনে রাখি! আর এই জানা অজানার অতীত  ইতিহাস  হয়ে উঠেছে  এক কল্পনার জগৎ। আমাদের শিশু - কিশোরদের ভালোভাবে গড়ে উঠার জন্যে তাদের  সামনে  সত্য ঘটনাকে তুলে ধরা  একান্তই প্রয়োজন।তাই আজকে আমি কিছু সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।  
★★★মুচকি হাসার জন্য মুখে ১৭ টি মাংস পেশীর প্রয়োজন এবং ক্রোধান্বিত  হবার জন্য  ৪৩টি মাংস পেশীর প্রয়োজন হয়।★★★ অ্যালজেরিয়ার রাজা হজ আহমল বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ৩৮৫ জন মহিলাকে বিয়ে  করেছিলেন কিন্তু  ভাষা- সমস্যার  জন্য  কোন  পত্নীর   সঙ্গে তার আলাপ করার কোন প্রশ্নই ওঠেনি।

★★★ লুই চৌহদর তার সারা জীবন - কালে মাত্র ৩ বার স্মান করেছিলেন। তাও নিজে ইচ্ছে করে নয়।

★★★যে রকম একজন মানুষের আঙুলের ছাপ অন্য একজন মানুষের আঙুলের ছাপের সঙ্গে মিলেনা সে - রকম দুটো  জেব্রার শরীরের লেখাগুলোর মধ্যে মিল নেই।★★★মানুষের শরীরের  কিছু সংবেগ প্রতি  সেকেন্ড দেড়ফুট,গতিতে  যাত্রা করে।

★★★পৃথিবীর সবচেয়ে গরম জায়গাটার নাম ডেলাল।জায়গাটা ইথিওপিয়ায় অবস্থিত। তার দৈনিক অধিকতম তাপমাত্রা ১০০° ফাঃ(৩৭.৮°সে.) এবং দৈনিক নূনতম তাপমাত্রা ৭৫ °  ফাঃ(২৪.৪°সে)ও ৮৯° ফাঃ ( ৩১.৭°)।★★★ঘড়িতে ব্যবহার করা প্রথম বল- স্প্রিংটা শূয়োরের চুল ছিল। 

★★★ ৯০ বছর বয়সে মানুষের হৃদপিণ্ড যে পরিমাণে রক্ত পাম্প করে,২০ বছর বয়সে তার দুই গুন রক্ত পাম্প করে।★★★ শামুক তার জীবনে ১২ ঘন্টা ধরে মাত্র একবার স্ত্রী সংসর্গে লিপ্ত থাকে। 

★★★ আধা চাঁদের চেয়ে পূরা চাঁদের আলোর প্রভাব  ৯ গুন বেশি।★★★শামুক  একটা ব্লেডের ধারের উপরেও চলতে পারে। 

★★★ অস্ট্রেলিয়ায় কতগুলি গাছের উপরটা দেখতে টিকটিকির লেজের মতো।

★★★ ফুসফুসে ৩০০ কোটি অতি ক্ষুদ্র ধমনী আছে। সেগুলিকে এক সঙ্গে জুড়লে ১৫০০ মাইল লম্বা হবে। 

★★★ সেক্রেটারি পাখি একটা আস্ত মু্র্গির ডিম গিলে ফেলতে পারে। 

★★★ পেলিকন পাখির  গলনালী এতো বড় যে সেখানে তিন গ্যালন পানি এবং ত্রিশ পাউন্ড মাছ রাখতে পারে। ★★★ ট্যমেটোর মূল নাম লাভ এপ্পল অর্থাৎ প্রেমের আপেল।

★★★ ইংরেজি ভাষায়  set শব্দটার অর্থ সব থেকে বেশি।শব্দটার বিশেষ্য হিসাবে ৫৮,ক্রিয়া হিসাবে ১২৬ এবং বিশেষন হিসাবে ১০ টা বিভিন্ন অর্থ আছে।

তো আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments