আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পিসির জন্য এমন একটি সফটওয়্যার যা আপনাকে একটি আলাদারকম ফিল দেবে। অর্থাৎ আপনার পিসিতে ইউএসবি কানেক্ট করার সাথে সাথে বলে উঠবে, "বস,ইউএসবি পাইছে"।তেমনই ইউএসবি ডিসকানেক্ট করার সাথে সাথে এলার্ট করবে।
তো চলুন শুরু করা যাক।
প্রথমে এখানে ক্লিক করে ফাইলগুলো ডাউনলোড করে নিন।এরপর এখান থেকে Setup ফাইলটি ওপেন করুন।
এরপরঃ
এখান থেকে Next এ ক্লিক করুন।
এরপরঃ
এখান থেকে পাসওয়ার্ডটি কপি করে নিন।
Password : talhaspcsoft
এরপরঃ
এখানে পেস্ট করে Install এ ক্লিক করুন।
এরপরঃ
এবার Finish এ ক্লিক করলেই সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে।
এখন থেকে আপনার ল্যাপ্টপে ইউএসবি কানেক্ট করলেই বলে উঠবে, "বস,ইউএসবি পাইছে!"
আর ডিসকানেক্ট করলে এলার্ট করবে।
সফটওয়্যার টি যেভাবে আনইনস্টল করবেনঃ
প্রথমে Control Panel এ যান।এরপরঃ
Uninstall a program এ ক্লিক করুন।এরপরঃ
ওই হলুদ মার্ক করা Bangla System Sound........ এপ এ ডাবল ক্লিক করুন।এরপরঃ
এখান থেকে Uninstall এ ক্লিক করুন।এরপরঃ
দেখুন আন ইনস্টল হচ্ছে।
এরপরঃ
Finish এ ক্লিক করলেই এপ আনইনস্টল হয়ে যাবে।
এভাবে আপনি উক্ত সফটওয়্যার টি আনইনস্টল করতে পারবেন।
Post a Comment