আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পিসির জন্য দারুণ একটি ট্রিক। ট্রিকটি হলো কিভাবে আপনি পিসির জাংক ফাইল ক্লিন করবেন তাও অতিরিক্ত কোনো সফটওয়্যার না রেখেই।
তো চলুন শুরু করা যাক।
প্রথমে ডেস্কটপের কোনো এক ফাকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করুন।
এরপরঃ
উপরে দেখানো New তে ক্লিক করুন।এরপরঃ
Text Document এ ক্লিক করুন।এরপর আপনার ডেস্কটপে নতুন একটি ফাইল ওপেন হবে নিচের মতোঃ
এবার উক্ত ফাইলের ওপরে ডাবল ক্লিক করুন।
এরপরঃ
এখানে আপনাদের একটি কোড লিখতে হবে।
কোডটি হলোঃ
cd/
COLOR 4A
ECHO DELETE ALL TEMP FILES
C:
CD %TEMP%
RMDIR/S/Q %TEMP%
CD C:\WINDOWS\TEMP
RMDIR/S/Q C:\WINDOWS\TEMP
CD C:\WINDOWS\Prefetch
RMDIR/S/Q C:\WINDOWS\Prefetch
CD %TEMP%
Del/s/q *.*
এবার এই কোডটি নোটপ্যাডে পেস্ট করুন নিচের মতো করে।
এবার File এ ক্লিক করুন।
এরপর Save As এ ক্লিক করুন।
এরপরঃ
Save As type এ All Files Select করে দিন।
0 Comments