আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
আজকে আমি আপনাদের কাছে রবীন্দ্রনাথের প্রেমের বাণী গুলো আপনাদের সাথে শেয়ার করব।
প্রেমের জন্য মরিয়া ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই তিনি রচনা করেছেন অসংখ্য গান, কবিতা, উপন্যাস ও ছোট গল্প।তার মধ্যে থেকে ভালোবাসার কিছু উল্লেখযোগ্য বানী তুলে ধরা হলো।
১.ক্ষমাই যদি করে না পারো তবে তাকে ভালোবাসো কেন?
২.প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবির হয় না।
৩.আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়।একটি হচ্ছে জ্ঞান অন্যটি হচ্ছে প্রেম।
৪.স্বামীরা প্রেমী হতে অবশ্যই রাজি, তবে সেটা স্ত্রীর সঙ্গে নয়। নিজের স্ত্রীর প্রেমী হওয়ার বিষয়টা কেন যেন তারা মানতে পারে না।
৫.পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মত সর্বগ্রাশি প্রেম আর কিছুই নাই।প্রথম জীবনে বালিকা যাকে ভালোবাসে তার মতো সৌভাগ্যবানও আর কেউ নেই,যদিও সে প্রেম অধিকাংশ সময়ই অপ্রকাশিত থেকে যায়।কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়।
৬.প্রেমের আনন্দ থাকে সল্পক্ষন, কিন্তু বেদনা থেকে যায় সারাজীবন।
৭.ভালোবাসা কথাটা বিবাহ কথাটির চেয়ে অধিক বেশি জ্যান্ত।
৮.ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা, এটি শুধু আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়।এটি হলো চিরন্তন সত্য,যা সেই মনে সৃষ্টি হয় মনেই থাকে।
0 Comments