আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
মানুষের বাস্তবতা বড়ই কঠিন। চলার পথে অনেক বাধা আসবেই।সে গুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই জিবন।আজকে কিছু বাস্তব কথা নিয়ে আলোচনা করব। আশা করি সবার ভালো লাগবে।
- শিক্ষা মানুষকে ১০ বছরে যা শেখায়,অভিজ্ঞতা মানুষকে তার থেকে ১০ দিনে বেশি শেখায়।
- আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না!!এমন একটা সময় আসবে,যখন সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে।
- ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীকে চিনিয়ে দেয়।
- ক্ষমা তাকে কর যে ভূল করেছে! ক্ষমা তাকে কর না যে বেঈমানী করেছে!
- তুমি যত বেশি মুল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে।
- তাকে কখনো ঘৃনা কর না যে তোমাকে দেখে হিংসা করে।কারণ সে যানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ।
- নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো, নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা।
- জিবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে,তত বেশি মানুষের ভালোবাসা পাবে।
- মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে না হয় শিখবে।
- আত্মস্মমান থাকা ভালো কিন্তু অহংকার নয়।
- হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না,মানুষের ভাগ্য থাকে তার কর্মে।
- সৎ মানুষ নিতান্তই নিঃসঙ্গ।আর সকালের আক্রমণের লক্ষ্য বস্তু হয়।
- কাউকে যতই কাছ থেকে চেনো না।কিন্তু মনের কথা কাউকে খুলে বলো না।কারন এই জগতে বিশাসের দাম কেউ রাখে না।
- জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো, যা সবাই ভেবে ছিল তুমি তা কখনোই করতে পারবে না।
- আঘাত ভোলা সহজ। কিন্তু অপমান না।
- আপনার কি আছে তার উপর সুখ নির্ভর করে না।সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর।
- উদেশ্য ছাড়া কেউ কাছে আসে না,আর কেউ স্বার্থ ছাড়া পাশে থাকে না।
- খুত সবার মধ্যে থাকে, শুধু আমরা অপরের মধ্যে বেশি দেখতে পাই।
Post a Comment