আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
আজকে আপনাদের মাঝে অজানা সত্য কথা পর্ব ৩ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক।
১.আমাদের শরীরের দৈর্ঘ্য প্রত্যেক বছরের সঙ্গে নয় প্রত্যেক দিনের হিসাবে বদল হয়।সারা রাত বিশ্রাম করার পর যখন আমরা ভোরে জাগি তখন আমাদের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়।ভোর আর সন্ধ্যার মধ্যে শরীর এক ইঞ্চির চার ভাগের তিনভাগের সমান অথবা কখনো কখনো কিছু অধিক লম্বা হয়।যদি আমরা দিনে খুব বেশি হাটি তাহলে এক ইঞ্চির দুই, তিন অথবা চার ভাগের সমান লম্বা হবো।শীরের দৈর্ঘ্য এবং সংকোচন আমাদের মেরুদন্ডের ভেতরে মজ্জার গতি চলনের জন্য হয়।
২.প্লোভর নামের একটি ক্ষুদ্র পাখি কুমিরের মুখের মধ্যে প্রবেশ করে তার দাত থেকে রক্ত পান করা জোকগুলি টেনে বার করে নিয়ে আসে।সেই সেবার জন্য কুমির পাখিগুলির উপর এত বেশি কৃতজ্ঞ যে সে তাদের কোন ক্ষতি করে না।
৩.মানুষের মস্তিষ্কের ভেতরে এত বেশি তার সংযোগ আছে যে বিশ্বের প্রত্যেকটা লোককে টেলিফোন লাইন দেওয়া টেলিফোন বিনিময় কেন্দ্রে ও এত বেশি তার সংযোগ নেই।
৪.সাইবেরিয়ায় একটা পাত্রে দুধ জমাট করে বিক্রি করে। আইস - ক্যান্ডির মতো দুধের টুকরা গুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সুবিধা হয়।
৫.বাগানে এক প্রকার ছোট মাকড়সা পাওয়া যায় যার ৬০০ রেশমের গাট আছে আর সে একবার ৬০০ পর্যন্ত ডিম দেয়।
৬.বিশ্বে সুইজারল্যান্ডে সবচেয়ে অধিক পরিমাণের কফি পান করা হয়। সেখানে একজন লোক ২১ পাউন্ড কফি পান করে।
৭.যদি যকৃতের ক্রিয়া বন্ধ হয়ে যায় মানুষ আট ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মরে যাবে।
৮.মানুষ বাস করা বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজধানীটার নাম দমিস্ক।
৯.একজন বয়স্ক লোকের ছালের ওজন ৬ পাউন্ড অর্থাৎ তার মস্তিষ্কের চেয়ে দুগুণ বেশি।
১০.আরবি ভাষায় উট শব্দের জন্য এক হাজারের অধিক একার্থক শব্দ আছে।
১১.ইতিহাসে রক্ত পিপাসু বলে কুখ্যাত মরক্কোর সম্রাট ইসমালের ৫৪৮ ছেলে ও ৩৪০ মেয়ে ছিল।
আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্ব পেতে আমাদের সাথে থাকবেন।
Post a Comment