আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
মাত্রই দেখে শেষ করলাম সদ্য মুক্তি পাওয়া 'ভয়ঙ্কর' সুন্দর থ্রিলারধর্মী ওয়েব সিরিজ 'বরফ কলের গল্প’।সিরিজটির পরিচালক শহীদ উন নবী এবং প্রযোজনা ও সম্প্রচার করেছে ওয়েব অ্যাপ,বিঞ্জ (Binge)।
পরিচালক-প্রযোজকের ভাষায় প্রতিটি চরিত্র কাল্পনিক বা কাকতালীয় বলা হলেও সিরিজটি মূলত ১৯৮৪-১৯৯৯ সালে খুলনায় ত্রাস সৃষ্টিকারী ভয়ঙ্কর খুনি মাফিয়া ডন এরশাদ শিকদারের কুখ্যাত জীবনের নানা ঘটনা অবলম্বনে নির্মিত।
সিরিজটির মূল 'নওশাদ' চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। সত্যি বলতে পুরো সিরিজটির সবচেয়ে মজবুত ও উপভোগ্য দিক লেগেছে এই 'নওশাদ' চরিত্রটি। পুরোটা সিরিজ জুড়ে আনিসুর রহমান মিলনের (নওশাদ) চোখ-মুখের অভিব্যক্তি ও অভিনয় নৈপুণ্য বিশেষভাবে চোখে লেগে থাকবে।চরিত্রের সাথে মানানসই ছোট ছোট ছাঁটা চুল,কামানো দাঁড়ি, মুখের কাঠিণ্যভাব,ভ্রু
পাশাপাশি,
ছয় পর্বে সমাপ্ত ওয়েব সিরিজটির প্রতিটি পর্ব ২০-২২ মিনিট ব্যাপী। ওয়েব 'অ্যাপ' সিরিজ বলেই হয়ত সংক্ষিপ্ত পরিসরে তাড়াতাড়ি শেষ করার একটা প্রচেষ্টা দেখা গেছে।অনেক নৃশংস কর্মকাণ্ড ও নোংরা জগতের হোতা 'নওশাদের' চরিত্রটি উল্লেখযোগ্যভাবে
শেষের দিকে একটু তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে বলে মনে হল। চিত্রনাট্য বিবেচনা করলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দর্শক সিরিজটিকে নওশাদ তথা এরশাদ শিকদারের জীবনী হিসেবেই নেবেন। 'বৈচিত্র্যময় ও ঘটনাবহুল' এমন একটি জীবনপ্রবাহ যথাযথ ফুটিয়ে তুলতে আরও একটু সময় নিয়ে দর্শককে চরিত্র ও ঘটনার সাথে 'একাত্ম' হয়ে যাবার সুযোগ করে দেওয়া যেত।
'নওশাদ' চরিত্রে আনিসুর রহমান মিলন ছাড়াও পুলিশ কমিশনার চরিত্রে শহীদুল আলম সাচ্চু, নওশাদের প্রধান সহযোগী চরিত্রে 'হীরা' এবং মূল নারী চরিত্রে নিশাত প্রিয়মের অভিনয়ের কথা উল্লেখ করা যায়। অনুসন্ধানী সাংবাদিক চরিত্রে কাজী নওশাবা আহমেদের অভিনয় ভালো লাগেনি, মেকি লেগেছে।এছাড়া অন্যান্য চরিত্রে সুবর্ণা মজুমদার, লিজা খানম, মুকুল সিরাজ, আনিকা ,অদিতি নীহারিকা, নির্জন মমিন প্রমূখ শিল্পীরা অভিনয় করেছেন।
চিত্রনাট্যে স্বভাবতই গালিগালাজ, রক্তপাত, নৃশংসতা খুনখারাবির দৃশ্য আছে,তবে জায়গাভেদে দর্শক চোখে সহনশীলতা আনার জন্য সেগুলো সীমাবদ্ধ (সেন্সরড) করা হয়েছে।তো দর্শক,গা শিউরে উঠা মোট প্রায় দুই ঘণ্টার (ছয় পর্বের) সিরিজটি দেখতে পারেন ওটিটি প্ল্যাটফর্মের একটা ব্যতিক্রমী দেশি কাজ হিসেবে। সাম্প্রতিককালের
ব্যক্তিগত রেটিং : ৭/১০
এবার ডাউনলোড করার পালা।
আমি নিচে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিন।
720p Link: Download From Here Server 2 server 3
480p Link: Download From Here Server 2 Server 3
তো আজকে এই পর্যন্তই।
Nics
ReplyDeleteThanks you
DeletePost a Comment