আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
তা হলো ফাস্ট এন্ড ফিউরিয়াস সিরিজের নবম ছবি F9
মুভি রিলিজ ডেট দেয়া আছে জুন , কিভাবে দেখলাম আমি টাইম ট্রাভেল করে জানতে চাইলে আমাকে মেসেজ করুন ।
নতুন মুভি তাই কোনো স্পয়লার দিবোনা ।
মুভি নিয়ে আমার ব্যক্তিগত মতামত
ভিন ডিজেলের অভিনয় বরাবরের মতোই দারুন ছিল । ভিন ডিজেলের সাথে Michelle Rodriguez এর হালকা একটু কেমিস্ট্রি দেখানো হলেও মুভির মূল আকর্ণ ছিল এর অ্যাকশন । হতাশ হবেন না আগের কোনো সিরিজ থেকে । যদিও Paul Walker এর অভাবটা অনুভব করা যায় । মুভিটা দেখতে দেখতেই মনে হয় পল ওয়াকার এখনো কেন আসেনি । চেহারা দেখতে মন চায় । যেকোনো সিরিজের মূল চরিত্র একবার চলে গেলে, হোক জীবন থেকে বা পর্দা থেকে , কিছুটা হলেও ছন্দপতন হয়। এটা ছবিতে হয়না, মনে হয় ।
এবারের মুভির গেস্ট ষ্টার ছিল John Cena । বছরের পর বছর নতুন নতুন ষ্টার দিয়েও ছবির মূল থিম ঠিক রাখতে এত জনপ্রিয়তা । জন সিনা বেশ ভালো অভিনয় করেছেন । এক্সপ্রেশন, ডায়ালগ ডেলিভারি ভালো ছিল । রেসলার হয়ে সারাজীবন মারামারির অভিনয়টা এখানে কাজে লেগেছে ।
মুভিটা ভালোই লেগেছে । কিন্তু Paul Walker এর অভাবটা অনুভব করা যায় । একটা কি জানি নাই নাই মনে হয় ।
কিছু স্ক্রিনশটঃ
আমি নিচে এই মুভি সিরিজের অন্যান্য মুভির লিংক ও দিয়ে দিচ্ছি।
অন্যান্য মুভির লিংকঃ
এখান থেকে আপনি এই সিরিজের সকল মুভির লিংক পাবেন।লিংকে ক্লিক করে যে মুভি ডাউনলোড করা প্রয়োজন তার উপর ক্লিক করে গুগল ড্রাইভ থেকে সহজেই ডাউনলোড করে নিন।
Post a Comment